সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক রাতের ভ্রমণে যা সঙ্গে রাখবেন

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

এক-রাতের-ভ্রমণে-যা-সঙ্গে-রাখবেন

এক-রাতের-ভ্রমণে-যা-সঙ্গে-রাখবেন

এক রাতের জন্য কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করছেন? তাহলে ভ্রমণের ব্যাগে খুব প্রয়োজনীয় অল্প কিছু জিনিস নিয়ে নিন।

>>ভ্রমণ পিপাসু মানুষেরা নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করেন। যদি নতুন কোনো জায়গায় যান এবং পথ না চেনেন, তখন ফোনের সাহায্য নিতে হবে। পথে হয়তো চার্জের ব্যবস্থা নাও থাকতে পারে। পাওয়ার ব্যাংক নিতে ভুলবেন না। 

>>টুথব্রাশ, হেয়ার প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট, অন্যান্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিন। এই জিনিসগুলো আলাদা একটি  ছোট ব্যাগ বা বক্সে নিতে পারেন।

>> ভ্রমণের সময় পায়ে হাইহিল না পরে এক জোড়া স্টাইলিস ফ্ল্যাট জুতা পরা আরামদায়ক। সুতরাং ব্যাগে এক জোড়া ফ্ল্যাট জুতা নিয়ে নিন। জায়গা কম লাগবে এবং পরতে আরামদায়কও হবে।

>>হালকা কোনো শব্দেই যদি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে স্লিপিং আই মাস্ক সঙ্গে নিতে পারে। যে কোন পরিস্থিতিতে ঘুমানোর অভ্যাস থাকলে স্লিপিং আই মাস্কও এড়িয়ে যেতে পারেন।