বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্বকের শুষ্কতা দূর করতে

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

ত্বকের-শুষ্কতা-দূর-করতে

ত্বকের-শুষ্কতা-দূর-করতে

দীর্ঘ সময় ধরে গোসল করা, বারবার মুখ ধোয়া কিংবা স্ক্রাবিং করার অভ্যাস ত্যাগ করতে হবে। ত্বক যদি শুষ্ক হয় প্রিজারভেটিভযুক্ত প্রসাধনী ব্যবহার বাদ দিন। আরো কিছু নিয়ম মানতে হবে।
 
>>মুখ ধোয়ার পরে খসখসে কোনো কাপড় বা তোয়ালে দিয়ে মুখ মুছবেন না।
>> মুখ পরিষ্কারের জন্য বেছে নিন প্রাকৃতিক ক্লিনজার।
>> পাশাপাশি চড়া সুগন্ধযুক্ত কিংবা রংযুক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলুন। 

ত্বকের শুষ্কতা দূর করার উপায়: পেঁপের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এক কাপের চার ভাগের এক ভাগ পাকা পেঁপের টুকরার সঙ্গে অর্ধেকটা শসা কুচি করে ব্লেন্ড করুন। মিশ্রণে এক কাপের চার ভাগের এক ভাগ পাকা কলার টুকরা চটকে মিশিয়ে নিন। সপ্তাহে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হবে।

এই পদ্ধতিতে মুখ পরিষ্কার করলে মুখের আর্দ্রতা বজায় থাকবে।