মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসুস্থ নেতাদের খোঁজ নেয় না বিএনপি

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩১ জুলাই ২০২২ রোববার

অসুস্থ-নেতাদের-খোঁজ-নেয়-না-বিএনপি

অসুস্থ-নেতাদের-খোঁজ-নেয়-না-বিএনপি

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন নেতা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।

তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেল, রাজশাহী বিভাগীয়-সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অসুস্থ নেতাদের শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্যরা বলেন, এখনো কারো খোঁজ নেয়ার সময় করতে পারিনি। তবে সময় পেলে খবর নিয়ে অবশ্যই জানাবো।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, অনেকেই খরচের ভয়ে খবর নিতে চান না। এটি দুঃখজনক। আমাদের উচিত টাকা-পয়সার ঊর্ধ্বে গিয়ে মানবিক বিষয় বিবেচনায় আনা।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গত ২৩ দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে সিনিয়র কোনো নেতাই এখন পর্যন্ত যোগাযোগ করেননি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত সহকারী বিএনপি নেতা শামসুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, ২৩ দিন আগে সিলেটে বন্যাদুর্গতদের ত্রাণ তৎপরতা চালানোর সময় হঠাৎ কোমরে আঘাত পান। এরপর থেকেই তিনি ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি ল্যাবএইড হাসপাতাল গুলশানের অর্থোপেডিক সার্জন এহসানুল রাব্বীর তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় রয়েছেন।