কৈশোরে পা দিলে মেয়ের ত্বকের যত্ন নেবেন যেভাবে
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার
কৈশোরে-পা-দিলে-মেয়ের-ত্বকের-যত্ন-নেবেন-যেভাবে
তবে সাজগোজ তো পরের কথা। বরং এ সময় থেকেই দরকার ত্বক ও চুলের বিশেষ যত্ন। তবেই তো আজীবন উজ্জ্বল থাকবে চেহারা। ইচ্ছে মতো সাজগোজ করলে রূপ খুলবে। মন ভালো থাকবে।
কিন্তু যেমন তেমন করে যত্ন নিলে তো চলবে না। এ সময়ে কীভাবে কিশোরী সন্তানের ত্বকের যত্ন নেবেন, তা জেনে রাখা জরুরি। খুব কঠিন কোনো পদ্ধতিতে যত্ন নেয়ার প্রয়োজন নেই। শুধু তিনটি ধাপ জেনে রাখলেই হবে।
কিশোরীর ত্বকের যত্ন নেয়া তিনটি ধাপ কী?
>>> নিয়মিত মুখ পরিষ্কার করা অভ্যাস করান। দিনে দুইবার ভালো ভাবে মুখ পরিষ্কার করা জরুরি। এ সময় থেকে যদি এই অভ্যাস করেন, তবে তা তৈরি হয়ে যাবে। আর চেহারার উজ্জ্বল্যের ত্বক পরিচ্ছন্ন রাখার অভ্যাস অতি জরুরি।
>>> প্রতি বার মুখ পরিষ্কার করার পর অল্প একটু টোনার লাগানো ভালো। তাতে রোমকূপগুলো খুলে যাবে। ত্বকে জমে থাকা ময়লা, তেল আর আটকে থাকবে না।
>>> টোনার লাগানোর পর অল্প করে ময়েশ্চারাইজার লাগানো জরুরি। ত্বক আর্দ্র থাকবে। মসৃণও হবে।