মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারেক নয়, ফখরুলকে চায় বিএনপির সুশীলরা

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার

তারেক-নয়-ফখরুলকে-চায়-বিএনপির-সুশীলরা

তারেক-নয়-ফখরুলকে-চায়-বিএনপির-সুশীলরা

যোগ্য নেতাদের সামনে নিয়ে এলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়বে বলে অভিমত দিয়েছেন দলটির সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, পশ্চিমা দেশগুলো যেভাবে তারেক জিয়ার বিকল্প নেতৃত্ব চায়, ঠিক তেমনিভাবে সুশীল সমাজও মনে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা নেতৃত্বের সামনে নিয়ে আসা জরুরি। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তার ইতিবাচক ইমেজ রয়েছে। সে কারণে সুশীল সমাজ তাকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চায়। তাদের দ্বিতীয় পছন্দ হলো আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সুশীল সমাজ মনে করে, এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিএনপির মহাসচিব যদি করা হয়, তাহলে বিএনপির ইমেজটা বাড়বে। 

সেই সঙ্গে তারা এটাও মনে করে যে, বিএনপির এখনই জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা উচিত। এ ব্যাপারে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণাও প্রত্যাশা করে তারা। বিএনপির নেতাদের সঙ্গে সুশীলদের একাধিক বৈঠকে জামায়াত প্রসঙ্গটি এসেছে। বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে কিনা, সে বিষয়টিও তারা জানতে চেয়েছে। তবে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে যেমন তারেক জিয়া নেতৃত্বে থেকে সরে যাওয়া এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ নিয়ে বিএনপির নেতারা কোনো কথা বলেননি, ঠিক একইভাবে সুশীলদের কাছেও এই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতারা। 

বিএনপির নেতারা মনে করেন, বর্তমান বাস্তবতায় তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে বিএনপির জন্য তা হবে আত্মঘাতী। এর ফলে বিএনপি ভেঙে যেতে পারে।

দলটির একাধিক নেতা বলেন, সুশীল সমাজ তারেক জিয়ার ব্যাপারে তাদের আপত্তি জানিয়েছে, কিন্তু বিএনপির নেতারা মনে করেন জিয়া পরিবারের বাইরে বিএনপির নেতৃত্ব নেয়ার মতো সক্ষমতা এই মুহূর্তে কারো নেই। সেজন্য সুশীল সমাজের সঙ্গে বিএনপির সম্পর্ক শেষ পর্যন্ত কতদিন থাকবে সেটি দেখার বিষয়।