প্রসব পরবর্তী জন্মনিয়ন্ত্রণের ভালো ব্যবস্থা কী?
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার
প্রসব-পরবর্তী-জন্মনিয়ন্ত্রণের-ভালো-ব্যবস্থা-কী
সন্তান জন্ম দেওয়ার ২১ দিন পরেই একজন নারীর ডিম ফোটা শুরু হয়ে যায়। স্বামী-স্ত্রীকে ছয় সপ্তাহ সহবাস বন্ধ রাখতে পরামর্শ দেন চিকিৎসকেরা। তারা বলেন, ৪০ দিন পর থেকে অবশ্যই একটা জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করতে হবে।
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বলতে বোঝায়, মা সন্তান জন্ম দেওয়ার পরবর্তী সময়ে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে, যাতে তার পরবর্তী সন্তান বা গর্ভধারণ বন্ধ রেখে পরবর্তী বাচ্চা যেন দুই থেকে আড়াই বছর পরে নিতে পারে।
প্রথম সন্তান জন্ম দেওয়ার পর পরবর্তী সন্তান জন্মের আগে যদি কিছুটা সময় চান (বার্থ স্পেসিং), তাদের জন্য তিন মাস মেয়াদি হরমোনাল ইনজেকশন, তিন বছর মেয়াদি ইমপ্ল্যান্ট কিংবা খাওয়ার বড়ি (পিল) ভালো ব্যবস্থা হতে পারে।