বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুলের যত্নে জবা ফুলের চা

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

চুলের-যত্নে-জবা-ফুলের-চা

চুলের-যত্নে-জবা-ফুলের-চা

জবা ফুলের চা-তে আছে প্রচুর ভিটামিন সি যা শরীরের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। এই চা চুলের বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয়। এতে থাকা কোলাজেন চুল স্বাস্থ্যোজ্জ্বল এবং মজবুত করে। জবা ফুলের চা-তে আছে আরো অনেক গুণ।

কন্ডিশনার হিসেবে কাজ করে
চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে জবা ফুলের চা। চুলের রুক্ষতা দূর করে কারণ এতে আছে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্য়াসিড। তার ফলে চুল নরম ও মোলায়েম হয়। চুলের স্বাস্থ্য বজায় থাকায় চুল পড়বে কম।

ড্যানড্রাফ দূর করে
জবা ফুলের মধ্যে আছে ড্যানড্রাফ-রোধক উপাদান। আপনার স্ক্যাল্পে যদি অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যা থেকে জবা ফুলের চা খেলে সমাধান হতে পারে। তেলতেল স্ক্যাল্পে অনেক সময়  চুলকানির সমস্যা দেখা দেয়, তাও নিরাময় করতে সাহায্য করে জবা ফুলের চা।