মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জোটে বহুরূপী বিএনপি

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

জোটে-বহুরূপী-বিএনপি

জোটে-বহুরূপী-বিএনপি

বর্তমান সরকারের পতন এবং রাষ্ট্রের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘একসঙ্গে-এক জোটে’ কাজ করবে বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। সম্প্রতি জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আ স ম আবদুর রব যৌথভাবে এ ঘোষণা দেন। 

তবে সাংবাদিকদের সামনে এমন কথা বললেও বিএনপি-জেএসডির বৈঠকে হয়েছে ভিন্ন কিছু। এমনটাই জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি বহুরূপী। নিজেদের সুবিধার্থে তারা জোট গঠন করে। সুবিধা মতো মত বদলায়। এসব নিয়ে জোটগুলোর সঙ্গে দলটির সম্পর্কের অবনতি ঘটেছে। 

এদিকে অনেকেই বলছেন, জেএসডির সঙ্গে ২০১৮ সালে যে সম্পর্ক ছিলো, বর্তমানে তা নেই।

জেএসডির সঙ্গে বৈঠকে থাকা কয়েকজন নেতা জানান, জোটের বিভক্তি স্পষ্ট হয়ে পড়েছে। জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত বিএনপি নেয়। ঐক্যফ্রন্টকে জিজ্ঞেসও করে না। যেহেতু নির্বাচন ঘনিয়ে এসেছে, তাই জেএসডির সঙ্গে বসে, আলাপ আলোচনা হয়েছে। এর বেশি কিছু নয়। বিএনপি আর আগের জায়গায় নেই।

আরো পড়ুন> কাউন্সিলে নানা অনিয়ম, বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

জোটের এ বিভাজন নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দেশে এখন বিভিন্ন সমস্যা চলছে। এ অবস্থায় বিএনপির অভ্যন্তরীণ বিষয়ে মাথাব্যথা অপ্রত্যাশিত। বিএনপি মহাসচিব দাবি করেন, তাদের দল গঠনতন্ত্র অনুযায়ী চলছে। কিছু লোকজন দলের ভেতর সমস্যা তৈরি করতে চাচ্ছে। তবে সব মিলিয়ে জোটে কোনো সমস্যা নেই।

আব্দুর রব দাবি করেছেন, কিছু নেতা ক্ষমতার লোভে দলকে বিক্রি করতে চাইলেও জোটে কোনো বিভক্তি নেই বলে মনে হয়। আমরা আগেও সুসংগঠিত ছিলাম, এখনো সুসংগঠিত আছি। ভবিষ্যতেও থাকব।

তবে দলীয় সূত্র জানায়, জোটের অধিকাংশ প্রভাবশালী নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তাদের সক্রিয় করার উদ্যোগ নেই। দুই কার্যালয়কে ঘিরে শীর্ষ নেতাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়টিও এখন প্রকাশ্য। তাদের ঘিরে পৃথক বলয় সৃষ্টি হচ্ছে। এমন চলতে থাকলে বিএনপি মুখে যতোই বলুক, এ জোট আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না।