রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৭ ১৪৩১   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কাউন্সিলে নানা অনিয়ম, বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

কাউন্সিলে-নানা-অনিয়ম-বিক্ষুব্ধ-বিএনপির-নেতাকর্মীরা

কাউন্সিলে-নানা-অনিয়ম-বিক্ষুব্ধ-বিএনপির-নেতাকর্মীরা

বিএনপির আসন্ন কাউন্সিল নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনের সামনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার রাতে ডেমড়া থানার ৫টি ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মহাসচিবের বাসভবনের সামনে থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ডেমড়ার ৫টি ওয়ার্ডের ত্যাগীদের বাদ দিয়ে বহিরাগত ও সুবিধাবাদীদের নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বহিরাগতদের ডেমড়ায় কোনো অবস্থান না থাকায় পাশের থানা যাত্রাবাড়িতে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।

এসব বিষয় বিএনপি মহাসচিবকে অবহিত করার জন্যই তারা অবস্থান নিয়েছেন বলে কয়েকজন বিক্ষুব্ধ নেতাকর্মী জানান। 

সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোফাজ্জল বলেন, কাউন্সিলের এসব অনিয়মে বিএনপি মহাসচিব সহায়তা না করার আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন। 

কয়েকজন নেতাকর্মী জানান, মহাসচিব এই কাউন্সিল যোগ না দিয়ে এসব অনিয়মের প্রতিবাদ করবেন বলে তাদের বিশ্বাস। দলে অনিয়মের ভোট করে জাতীয় পর্যায়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিও হাস্যকর বলে তারা উল্লেখ করেন।