একা ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ টিপস
প্রকাশিত : ০৫:৫৫ এএম, ২৭ জুলাই ২০২২ বুধবার
একা-ভ্রমণের-কিছু-গুরুত্বপূর্ণ-টিপস
একনজরে দেখে নিন সেসব গুরুত্বপূর্ণ টিপস-
১. একা ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই গন্তব্য আগে নির্ধারণ করতে হবে।
২. সমুদ্র, পাহাড় কিংবা অন্য কোথাও। গন্তব্য অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ অবশ্যই সঙ্গে নিতে হবে। তবে এক্ষেত্রে ব্যাগ যত ছোট হবে ততই ভালো।
৩. নিজের নিরাপত্তা নিয়ে সবার আগে ভাবতে হবে। কারণ একাকী পর্যটকের ওপর অপরাধী চক্রগুলোর নজর বেশি থাকে।
৪. দূরত্ব ও খরচের খসড়া হিসাবটা আগে থেকেই করে নিতে হবে।
৫. ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা যেকোনো ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
৬. যতটা সম্ভব জনসমাগমের মাঝে থাকতে হবে। বিশেষ করে রাতে। সব সময় নিজেকে সবার মাঝে মিশিয়ে রাখতে হবে।
৭. মূল্যবান গ্যাজেট বা অলংকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
৮. হোটেলের ঠিকানা, ফোন নম্বর কিংবা গন্তব্যের বিস্তারিত তথ্য কাছের ও পরিবারের মানুষের কাছে দিতে হবে। সব সময় অন্তত একজনকে হলেও ভালো-মন্দ সব খবরাখবর জানাতে হবে।
ভ্রমণ সব সময় মানসিক প্রশান্তি যোগায়। এক্ষেত্রে পরিচ্ছন্ন পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্রের ব্যাপক ভূমিকা থাকে। সুতরাং ভ্রমণের সময় পর্যটন স্পট নোংরা করা ও পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকতে হবে।