বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফিসে যা করবেন না

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

অফিসে-যা-করবেন-না

অফিসে-যা-করবেন-না

আপনি একটি পেশাদার প্রতিষ্ঠানে কাজ করছেন, এটা মাথায় রেখে আচরণের লাগাম টানুন। সহকর্মী বা কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব হতেই পারে। তাই বলে প্রতিশোধ নেয়ার কিছু নেই। বরং আলোচনার মাধ্যমে সমাধানে আসুন। আরো কিছু বিষয় এড়িয়ে চলতে পারেন-

গসিপ করবেন না
অনেকে কারণে অকারণে বলতে থাকে-চাকরি চেঞ্জ করবো। এর পেছনে যথেষ্ট কারণ থাকলেও এ রকম চিন্তাভাবনা অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন না। বাকীরা হয়তো এই প্রতিষ্ঠানেই ভালো কাজ করার চেষ্টা করছে।

ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে বার বার কথা বলা
আমিতো এমনটা পছন্দ করি না, অফিসের রান্না ঘরটা আমার পছন্দ না; উফ্ কাজের চেয়ারটা এমন কেন? সারাক্ষণ যদি এগুলো বলতে থাকেন আপনি বিরাগভাজন হবেন।

বসের দক্ষতা নিয়ে প্রশ্ন 
প্রথমে মাথায় রাখুন, তার যোগ্যতা আছে বলেই তিনি আপনার বস। সুতরাং তার বিষয়ে নেতিবাচক মন্তব্য করে হাসির পাত্র হতে যাবেন না। বসের বিরুদ্ধে বলা মানে চাকরি ছাড়ার পথ তৈরি করার সমান।

অসুস্থ থাকাকালীন অফিস করা
অসুস্থ থাকাকালীন অফিস করে নিজেকে নিবেদিত প্রমাণ করার কিছু নেই, ছুটি নিয়ে সুস্থ হোন। এরপর এসে পরিপূর্ণভাবে কাজে মনোযোগ দিন।