রোজ চিকেন পোলাও খাবেন, আবার রোগাও হবেন! শুধু জানুন কীভাবে বানাবেন
প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
রোজ-চিকেন-পোলাও-খাবেন-আবার-রোগাও-হবেন-শুধু-জানুন-কীভাবে-বানাবেন
তার চেয়ে ডায়েটের খাবার হোক সুস্বাদু। যাতে শরীর ঠিক থাকার পাশাপাশি, মুখের স্বাদটাও বজায় থাকে। ব্রাউন রাইস দিয়ে চিকেন পোলাও এক্ষেত্রে সবচেয়ে আদর্শ হতে পারে দুপুর বা রাতের জন্য।
কী লাগবে:
ব্রাউন রাইস (১/২ কাপ), পছন্দের সবজি কাটা (গাজর, বিনস, পেপে), চিকেন (১৫০ গ্রাম), পেঁয়াজ কুচনো (ছোট ১টি), আদা-রসুনবাটা (১ চা চামচ), কাঁচামরিচ (স্বাদমতো), হলুদ গুঁড়ো (১ চা চামচ), গরম মশলা (১ চা চামচ), দই (১ চা চামচ), টমেটো কুচনো (১ চা চামচ), তেল (১ চা চামচ)
কীভাবে বানাবেন
কড়াই গরম করে ১ চা চামচ তেল দিন। তাতে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আদা-রসুন বাটা দিন। আবার নেড়ে নিয়ে টমেটো, কাঁচা মরিচ দিয়ে দিন। এবার তাতে চিকেন, সবজি দিন। খানিক পরে দিন গুঁড়ো হলুদ, গরম মশলা, নুন, দই। নাড়তে থাকুন। এরপর ধুয়ে রাখা চাল দিন। সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢেলে দিন চালটা কড়াইতেই। তারপর তাতে দিন ১ কাপের থেকে সামান্য একটু বেশি জল। এবার ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না চিকেন আর চাল সেদ্ধ হয়ে জল টেনে আসছে।
মনে রাখবেন:
পরিমান এটাই রাখুন। রোজ খেলেও সমস্যা নেই। তবে রাতে খেলে ঘুমনোর অন্তত ২ ঘণ্টা আগে ডিনার করবেন।
সঙ্গে খান স্যালাড। শসা, গাজর, টমেটো।