বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিপস্টিকের বিকল্প হিসেবে কোনটা পছন্দ?

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার

লিপস্টিকের-বিকল্প-হিসেবে-কোনটা-পছন্দ

লিপস্টিকের-বিকল্প-হিসেবে-কোনটা-পছন্দ

গরম আবহাওয়ায়  ঠোঁটে উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহারে অনেকে স্বস্তি পান না। এ সময়ে হালকা রঙের লিপগ্লস সাজে আনতে পারে চাকচিক্য।

উজ্জ্বল রঙের লিপগ্লসের ব্যবহার বেড়েছে। এটি কিন্তু লিপস্টিকের খুব ভালো বিকল্প। ঠোঁটকে উজ্জ্বল ও কোমল রাখতে এর জুড়ি মেলা ভার। সেই সঙ্গে এতে আছে ভিটামিন ই- যা সারা দিন আপনার ঠোঁটকে রাখবে সুন্দর।

হালকা রঙের লিপবামও ব্যবহার করতে পারেন এই আবাহওয়াতে। আপনার ঠোঁটে আনতে পারে আলাদা সৌন্দর্য। 
বিশেষজ্ঞরা বলেন, যাদের গায়ের রং উজ্জ্বল তাদের গোলাপি রং ভালো মানায়। আর শ্যাম বর্ণ যাদের, তারা হালকা গোলাপি, কমলা বা লাল আভা ব্যবহার করলে বেশি ভালো লাগে।
সুগন্ধিযুক্ত লিপবাম বেছে নিন, মন ভালো থাকবে। আর অবশ্যই ভালো ব্রান্ডের লিপবাম ব্যবহার করুন।
 
লিপজেলও ঠোঁটের সৌন্দর্য বাড়াতে পারে। হালকা করে ঠোঁটে বুলিয়ে নিলেই ফুটে ওঠে মিষ্টি এক আভা। অফিসগামী নারীরা ব্যাগে সব সময় পছন্দের রঙের লিপজেল রাখতে পারেন।