সিংহের লাভের দিনে মানসিক কষ্টে ভুগবে কন্যা
প্রকাশিত : ০৮:৩৮ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
সিংহের-লাভের-দিনে-মানসিক-কষ্টে-ভুগবে-কন্যা
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)
বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে জটিল সমস্যার সমাধান করতে পারবেন। কূটনীতি আর্থিক সহায়তা পাবেন। প্রেমে বেদনা। কর্মক্ষেত্রে আনুগত্য থাকবে। পুরনো বন্দোবস্তের কারণে কিছু সমস্যা থাকবে।
বৃষ (এপ্রিল ২০-মে ২০)
আপনার মানসিক শান্তি থাকবে না। ধৈর্য ধরে রাখতে হবে। অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মন দিন। প্রেমে চূড়ান্ত ফল। কর্মক্ষেত্রে সবাই আপনার কথা শুনবে।
মিথুন (মে ২১-জুন ২০)
আজ হাতে বড় অঙ্কের টাকা আসতে পারে। নতুন কাজে অনেক পুঁজি লাগবে। কঠোর পরিশ্রম এবং ধৈর্য ফল এনে দেবে। ভবিষ্যত পরিকল্পনা করতে হবে। সবকিছুই পুনর্মূল্যায়নের দরকার।
কর্কট (জুন ২১-জুলাই ২২)
নিজের আশা ছাড়বেন না। অহেতুক অর্থ ওড়ানো বন্ধ করুন। নিজেকে নিয়ন্ত্রণ করুন। সঞ্চয় করা শুরু করুন। কিছু মানুষ আপনার কারণে অনেক খুশি হবেন। ভালোবাসায় প্রত্যাখ্যন। ফাঁকা সময়ে ভুল কাজ করবেন না।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
আর্থিকভাবে একটু হলেও লাভবান হবেন। অনেকেই আপনার ক্ষতি করতে চাইবে তাই সাবধান। সামনাসামনি সবকিছু মোকাবিলা করতে হবে। অনেকেই প্রতিশোধ নিতে চাইবে তাই সাবধান। স্থগিত কাজ নতুন করে শুরু হবে। বেলা বাড়ার সঙ্গে অনেক পরিবর্তন আসবে।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)
আজ মানসিক সুখ নষ্ট করবে। চাপ সামলাতে পারবেন না। আকর্ষণীয় কিছু ঘটবে। আর্থিক উন্নতি। ভবিষ্যতের পরিকল্পনায় মন দিন। কর্মক্ষেত্রে ভালো হতে পারে কিছু। সময়ের আগে কাজ শেষ করে ফেলুন।
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)
নিজের জ্ঞান এবং বুদ্ধি কাজে লাগান। অর্থ জমাতে হবে। নিজের দক্ষতায় কাজ করুন। পিতামাতাকে সন্তুষ্ট করা দরকার। ইতিবাচক ফলাফল থাকবে। নিজেকে প্রেমে রাখুন। শারীরিক অসুস্থতা থাকবে। সময়ের ভালো ব্যবহার করুন।
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)
আজ বিশেষ দিন, লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান। অর্থনৈতিক সুবিধা পাবেন। শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অতীতের সুখ আপনাকে ব্যস্ত রাখবে। খারাপ সময় একদিন যাবেই, নিজেকে তৎপর রাখুন। সরাসরি উত্তর না দিলে অনেকেই বিরক্ত হবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ সঞ্চয় প্রয়োজন হবে। আর্থিক পরিকল্পনা রাখুন। সময়মত সাহায্য পাবেন। পরিবারের সদস্যের থেকে গর্বিত হবেন। হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। কাজের পরিবর্তন মানসিক শান্তি দেবে। নতুন স্থানের কারণে উন্নতি হবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
জীবনের ব্যাপারে উদার মানসিকতা দরকার। বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ রাখবেন না। জীবনে বেচেঁ থাকার আশা নষ্ট হতে পারে। অর্থ সংক্রান্ত ঝামেলা থাকবে। আপনার মতামত অবহেলিত হবে। অভদ্র আচরণ করবেন না।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
বিনিয়োগে সমৃদ্ধি আসবে। আর্থিক নিরাপত্তা বাড়াতে হবে। ছেলেমেয়ের অসুস্থতা আপনাকে হতাশ করবে। প্রেমে নতুন উদ্দীপনা। অবসর সময়ে নিজে থেকে কাজ করুন। জীবনে চমৎকার কিছু ঘটবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
প্রিয়জনদের বোঝাপড়া এবং সুখ সমৃদ্ধির মধ্যেই আজ দিন কাটবে। অফিসে আপনার কাজের অনেকে প্রশংসা করবে। নিজের জন্য সময় বের করুন। আপনার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে।