মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির কাউন্সিল নিয়েও বিতর্ক

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার

বিএনপির-কাউন্সিল-নিয়েও-বিতর্ক

বিএনপির-কাউন্সিল-নিয়েও-বিতর্ক

গণতান্ত্রিক উপায়ে সরাসরি ভোটে জেলাসহ সব পর্যায়ের নেতৃত্ব নির্বাচিত হবে- বিএনপির হাইকমান্ডের এমন নির্দেশনা মানা হচ্ছে না।

এর কারণ হিসেবে নেতারা জানান, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই নানা কৌশলে পছন্দের লোককে নেতৃত্বে নিয়ে আসছেন। এ পর্যন্ত সাত সাংগঠনিক জেলা শাখাসহ বেশকিছু ইউনিট কমিটি গঠিত হয়েছে। তবে কয়েক জায়গায় ভোটপদ্ধতি নিয়ে বিতর্ক উঠেছে।

তারা জানান, এর ফলে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি তৃণমূলে গুরুত্ব হারাচ্ছে।  তৃণমূলের কেউ কেউ একে কাউন্সিলের  বদলে ‘তামাশা’ বলছেন।

তৃণমূলের নেতাদের অভিযোগ, গঠনতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়ায়ও কেন্দ্র থেকে হস্তক্ষেপের ঘটনা ঘটছে। একটি পক্ষকে সমর্থন জানিয়ে নিজেদের মতো করে কমিটি গঠনের প্রচেষ্টা চলছে। আর সেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম তারা ব্যবহার করছেন, যা নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, তিন দফা সম্মেলনের তারিখ পরিবর্তনের পর গত ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। কিন্তু জেলার বিবদমান দুই অংশকে সমন্বয় না করে একতরফাভাবে একটি অংশকে সমর্থন জানিয়েছে কেন্দ্রের একটি পক্ষ।

তাদের যোগসাজশে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করায় এই জেলায় এখন দুটি কমিটি বিদ্যমান। সম্মেলনকে ঘিরে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে নির্বাচন হলেও তা হয়েছে দ্বিধাবিভক্তির। একক নির্বাচন কমিশনের অধীনে এক জায়গায় ভোট হওয়ার কথা থাকলেও হয়েছে চার জায়গায়। ভোটের হিসাবেও তারতম্য ছিল বিস্তর।

চাঁদপুর জেলার মতো সিলেট, ঝিনাইদহ, গাজীপুর, নীলফামারী ও মানিকগঞ্জ জেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুধু মানিকগঞ্জ ছাড়া প্রতিটি কেন্দ্র থেকেই কোনো না কোনোভাবে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।