আনারস ইলিশ
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার
আনারস-ইলিশ
উপকরণ : মাঝারি ইলিশ মাছ একটি, মাঝারি আনারস একটি, পেঁয়াজকুচি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, সাদা তেল পৌনে এক কাপ, নারিকেল দুধ দুই কাপ, লবণ স্বাদ মতো, কাঁচা মরিচ ফালি পাঁচটি।
প্রণালী : মাছ বড় টুকরা করে কেটে হলুদ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ। আনারস কেটে নিন। গরম তেলে পেঁয়াজ কুচি বাদামি রং করে ভেজে, সব মশলা দিয়ে কষিয়ে নিন। এবার আনারস দিয়ে কিছু ক্ষণ ভেজে নারিকেলের দুধ দিন। ফুটে উঠলে মাছ ও লবণ দিন। আনারস যদি টক হয় তা হলে স্বাদ মতো একটু চিনি মেশান। সব শেষে কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ আঁচে রেখে নামিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।