মেট্রোরেল চালু হলে বিএনপি পাগল হবে: হাছান মাহমুদ
প্রকাশিত : ১১:০৫ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার
মেট্রোরেল-চালু-হলে-বিএনপি-পাগল-হবে-হাছান-মাহমুদ
বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে নিকুঞ্জ খেলার মাঠে খিলক্ষেত থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপি নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেছেন, কারণ গত দুই নির্বাচনে তারা বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পড়েছে। সে কারণে তারা এখন আর নির্বাচনে যেতে চায় না। আরেকটা কারণ হচ্ছে- নির্বাচনে গেলে খালেদা জিয়াও নির্বাচন করতে পারবে না, তারেক রহমানও নির্বাচন করতে পারবে না। এজন্য খালেদা জিয়াও নির্বাচন চায় না, তারেক রহমানও নির্বাচন চায় না। সেজন্য তারা সংলাপেও যেতে চায় না।
২০১৪, ২০১৮ সালে নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করেনি, ট্রেনের পাদানিতে চড়ে বিএনপি নির্বাচনের ট্রেনে উঠেছিল। এবারও নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না, হুঁশিয়ারি দেন হাছান মাহমুদ।
নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা নেতৃত্বের পতাকায় ঐক্যবদ্ধ থাকবেন। আর যারা দুঃসময়ে দলের সঙ্গে ছিল এবং দুঃসময়ে থাকবে, সেই পরীক্ষিত নেতাকর্মীদের হাতেই দলের পতাকা থাকবে।
খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য হাবিব হাছানসহ উত্তর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।