পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত মুহুরী নদী
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার
পাহাড়ি-অঞ্চল-দিয়ে-প্রবাহিত-মুহুরী-নদী
ভারতীয় পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ফেনীর পরশুরাম উপজেলার নীজকালিকাপুর এবং মাঝিরখালী গ্রামের কাছে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি খরস্রোতা, ভীষণভাবে এঁকে বেঁকে প্রবাহিত। কোন কোন জায়গায় নদীটি বাংলাদেশ-ভারত (ত্রিপুরা রাজ্য)-এর আন্তর্জাতিক সীমা নির্দেশ করে। মুহুরীর মাঝখানে যে চরগুলি জেগেছে তার কিছু ভারতীয় দখলে, কিছু বাংলাদেশের দখলে রয়েছে।
বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ মোহনায় মুহুরী নদীর এক পারে চট্টগ্রাম অন্য পারে ফেনী। নদীটি দুই জেলার সীমারেখা হিসেবে গণ্য হয়। এই এলাকায় নদীটি জোয়ারভাটা দ্বারা প্রভাবিত।
মুহুরী নদীটি বেশি চওড়া নয়, প্রস্থ মাত্র ১৫০-২০০ মিটার। এটি খুব গভীরও নয়, শুকনার দিনে, বিশেষ করে শীতের সময় মানুষ হেঁটেই এপার ওপার হতে পারে। তবে যতই সাগরের দিকে এগিয়ে গেছে ততই চওড়া হয়েছে।
যেভাবে যেতে পারেন :
ঢাকা থেকে ফেনী স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে নন এসি বাসের সুব্যবস্থা আছে। স্টার লাইনের রাজধানীর টিটি পাড়া থেকে ফেনী পর্যন্ত সম্ভাব্য বাস ভাড়া ৩৭০ টাকা। এবং আব্দুল্লাহপুর থেকে ফেনীর ভাড়া ৪০০ টাকা।
ফেনির হোটেল ও আবাসন সম্পর্কে জানতে পারবেন এই লিঙ্কে।