আগস্ট ঘিরে বিএনপির ষড়যন্ত্র
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
আগস্ট-ঘিরে-বিএনপির-ষড়যন্ত্র
লন্ডন থেকে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে খোঁজখবর রাখছেন- একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে এমন তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কিছু মামলায় খালেদা জিয়া জামিন পেলেও সবগুলোতে জামিন না পাওয়ায় চরম হতাশ তারেক রহমান। এছাড়া বেগম জিয়ার মুক্তি নিয়ে বিএনপির আন্দোলনহীনতা, ক্ষমতাসীনদের সমীহ করে খালেদা জিয়ার বিষয়ে নীরবতা পালন করায় তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের ওপর চরম বিরক্ত। বেগম জিয়া ঘরে বসে থাকবেন আর দেশবাসী আনন্দ করে বাইরে থাকবেন, সেটি মেনে নিতে পারছেন না তিনি। তাই আগস্ট মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দিতে জামায়াত-শিবিরকে গোপনে হামলার দায়িত্ব দিয়েছেন তারেক।
সূত্রটি আরো জানায়, রাজনৈতিক উপায়ে বেগম জিয়ার মুক্তি আদায়ে চোরাগোপ্তা হামলা, দেশবাসীকে জিম্মি করা ছাড়া বিকল্প কোনো পথ দেখছেন না তারেক। আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে গেরিলা হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি, প্রাণহানি ঘটানোর বিষয়ে জামায়াত-শিবিরকে বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি।
যদিও দলটির সিনিয়র নেতা বিশেষ করে মির্জা ফখরুল, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমন ভয়ংকর মিশনের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কারণ জামায়াত সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাদের বিষদাঁত ভেঙে দিয়েছে সরকার। তাই বেগম জিয়ার মুক্তির মিশন কতটা সফল হবে, তা নিয়েও হতাশায় পড়েছেন তারা।