দৃষ্টিনন্দন ফরিদপুরের ‘গড়াই সেতু’
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
দৃষ্টিনন্দন-ফরিদপুরের-গড়াই-সেতু
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কামারখালীতে গড়াই নদীর ওপর অবস্থিত দৃষ্টিনন্দন 'গড়াই সেতু'। এ সেতুটি উদ্বোধন করা হয় ১৯৯১ সালে। এই সেতুর দৈর্ঘ্য ৬২২ মিটার।
১৯৯১ সালের ১৬ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেতুটির উদ্বোধন করেন। সেতুটির নির্মাণ খরচ হয়েছিল ৫০ কোটি টাকা। শুধু সেতু নয়, গড়াই নদীর সৌন্দর্য্যও আপনাকে মুগ্ধ করবে। গড়াই নদীর উপর নির্মিত এই সেতুর নজর কাড়া সৌন্দর্য মুগ্ধ করে সকলকে । পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে।
যেভাবে যাবেন
রাজধানীর গাবতলী থেকে মাগুরা, যশোর, খুলনাগামী বাসে সরাসরি যেতে পারবেন ফরিদপুরের কামারখালীতে। গোল্ডেন লাইন, সাউথ লাইন, ইউনিক, হানিফ এন্টারপ্রাইজের বাস এবং পূর্বাশার এসি বাস ও নন এসি বাস ঢাকা-খুলনা মহাসড়কে চলাচল করে।
সম্ভাব্য ভাড়া-৫০০ টাকা থেকে ৬০০ টাকা।