পোষ্য থাকলে বাড়িতে ভুলেও যে তিন গাছ রাখবেন না
প্রকাশিত : ১১:৩৮ এএম, ২০ জুলাই ২০২২ বুধবার
পোষ্য-থাকলে-বাড়িতে-ভুলেও-যে-তিন-গাছ-রাখবেন-না
অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বক এবং পেটের জন্য বেশ উপকারী। তবে বিড়াল-কুকুরের জন্য এই গাছ অত্যন্ত ক্ষতিকর হয়ে যেতে পারে। অ্যালোভেরা গাছের পাতা কোনো কারণে পোষ্য চিবিয়ে খেয়ে নিলে তার ডায়েরিয়া ও বমির মতো সমস্যা হতে পারে।
পিস লিলি
লিলি অনেক জাতের হয়। সব রকম লিলি কুকুর-বিড়ালে জন্য ক্ষতিকর না হলেও কিছু পিস লিলি কুকুরের জন্য বেশ ক্ষতিকর। তেমনই ইস্টার লিলি বিড়ালের পক্ষে বেশ ক্ষতিকর। সময়ে চিকিৎসা না করলে বিড়ালের কিডনি এবং লিভার নষ্ট করে দিতে পারে এই জাতের ফুলের গাছ।
আইভি
এই গাছ বাড়ির অন্দরে শোভা বাড়ালেও পোষ্যদের জন্য ভালো নয়। সাধারণ আইভিও কুকুরদের গায়ে র্যাশ তৈরি করতে পারে। এমনকি, তাদের শ্বাস-প্রশ্বাসে অসুবিধা সৃষ্টিও হতে পারে। এই গাছের পাতা যদি ভুলবশত তারা খেয়ে ফেলে তাহলে তাদের পেটে ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে।