মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমন্বয়ের অভাবে মাঠপর্যায়ে মুখ থুবড়ে পড়েছে বিএনপি

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

সমন্বয়ের-অভাবে-মাঠপর্যায়ে-মুখ-থুবড়ে-পড়েছে-বিএনপি

সমন্বয়ের-অভাবে-মাঠপর্যায়ে-মুখ-থুবড়ে-পড়েছে-বিএনপি

নির্বাচনে অংশগ্রহণের অনীহা প্রকাশসহ বিভিন্ন কারণে দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূলের বিএনপি নেতারা। ফলে কর্মী ও নেতাদের সমন্বয়ের অভাবে মাঠপর্যায়ে মুখ থুবড়ে পড়েছে দলটি।

জানা গেছে, প্রতিনিয়ত দলীয় ভুল সিদ্ধান্ত, গণতান্ত্রিক রাজনীতিতে বিচ্ছিন্নতা, কেন্দ্রীয় নেতাদের অবহেলা, মনোনয়ন বাণিজ্যসহ নির্বাচনের প্রতি অবিশ্বাসের কারণে ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা।সুনির্দিষ্ট ভবিষ্যৎ বা এজেন্ডা না থাকায় কেন্দ্রীয় নেতাদের প্রতি আগ্রহও কমছে তাদের।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসা রাজশাহীর এক নেতা বলেন, এলাকায় ব্যক্তিগত গ্রুপিংয়ের কারণে বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তৃণমূল নেতাকর্মীরা। তাই এর সমাধানের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি। কিন্তু শীর্ষ নেতাদের সাক্ষাৎ মেলেনি। তারা আয়েশে বাসায় দিন কাটাচ্ছেন। এছাড়া দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম না থাকায় আমি নিজেও নিষ্ক্রিয় হয়ে পড়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমাদের বড় সমস্যা হলো মাঠের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করা। যেখানে আমাদের দ্বন্দ্বই মিটছে না, সেখানে তৃণমূলের সমস্যা সমাধান করাটাও বেশ কঠিন। এরই মধ্যে বিএনপির হাইকমান্ড শত শত অভিযোগ পেয়েছে। আমাদের মধ্যে তৃণমূলের রাজনীতি পুনর্গঠনের কোনো পরিকল্পনা নেই। এসব নিয়ে মুখ খুললে নিজের পদ নিয়েই পরে টানাটানি শুরু হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দলের অক্সিজেন। নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয় রয়েছে বলেই নামসর্বস্ব দলগুলো এখনও টিকে আছে। যদি বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় অংশ না নেয় তবে দলটি বিলীন হয়ে যাবে।

তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির নানা ভুল সিদ্ধান্তের কারণে তৃণমূল নেতা-কর্মীরাও হতাশায় ভুগছেন। বিএনপি যদি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন না করে তবে মাঠপর্যায় থেকেও দলটি হারিয়ে যাবে।