রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৭ ১৪৩১   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মির্জা ফখরুলকে অবসরে যাওয়ার পরামর্শ 

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

মির্জা-ফখরুলকে-অবসরে-যাওয়ার-পরামর্শ 

মির্জা-ফখরুলকে-অবসরে-যাওয়ার-পরামর্শ 

নির্বাচন কমিশন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; মির্জা ফখরুলের এমন কথায় রাজনৈতিক অঙ্গনে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিএনপিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্যেই মির্জা ফখরুল এমন কথা বলছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।  

এ প্রসঙ্গে সদ্য বিএনপির রাজনীতি ছেড়ে আসা একজন সিনিয়র নেতা বলেন, মির্জা ফখরুল একজন জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ। কিন্তু নিজের গদি বাঁচাতে তিনি যেভাবে মিথ্যাচার করছেন, তা মানায় না। এর আগেও তিনি গদি বাঁচাতে গিয়ে তারেক রহমানকে মুক্তিযোদ্ধা বলেছিলেন। শুধু তাই না, প্রয়াত আরাফাত রহমান কোকোকেও মুক্তিযোদ্ধা বলায় বেশ সমালোচিত হয়েছিলেন।

এদিকে রাজনীতিবিদরা ফখরুলের এমন বক্তব্যকে বিএনপিতে টিকে থাকার সংগ্রাম হিসেবে দেখছেন। কারণ বিএনপির মতো রাজনৈতিক দলে টিকে থাকতে হলে দলের শীর্ষ নেতাদের তোষামোদি করতে হয়। তাই তিনি খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলেছিলেন।

এছাড়া মির্জা ফখরুলের অনেক কর্মকাণ্ড প্রমাণ করেছে, তিনি তার শিক্ষা-দীক্ষা এবং নীতিবোধ গুলিয়ে খেয়ে ফেলেছেন। সরকারের সব কিছুতেই তার এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে।