সংলাপ নিয়ে এবারও টালবাহানা বিএনপির
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
সংলাপ-নিয়ে-এবারও-টালবাহানা-বিএনপির
১৭ জুলাই থেকে শুরু হওয়া সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নেয়নি বিএনপি। এমনকি ২০ দলীয় জোটের শরিক ও তাদের মিত্র দলগুলোও যায়নি। এবারও বিএনপির সংলাপে না যাওয়ার সিদ্ধান্তে শরিক এবং মিত্র দলগুলো একমত পোষণ করেছে বলে আভাষ পাওয়া গেছে।
সংলাপের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন বিষয়ে কোনো সংলাপে বসার প্রশ্নই আসে না। এই মুহুর্তে আমাদের মূল দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে ইসির সঙ্গে আমরা কোনো বিষয় নিয়ে সংলাপে বসতে আগ্রহী না।
রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আবারো টালবাহানা শুরু করেছে বিএনপি। যেখানে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল উৎসাহ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসছে। সেখানে তাদের গাত্রদহ শুরু হয়েছে।