প্রেমে পড়লে শরীরে বাড়ে ‘লাভ হরমোন’ অক্সিটোসিন
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২২ রোববার
প্রেমে-পড়লে-শরীরে-বাড়ে-লাভ-হরমোন-অক্সিটোসিন
শরীরের একটি বিশেষ হরমোন জানিয়ে দেবে আপনি প্রেমে পড়েছেন কি না। কয়েকটি লক্ষণ দেখা যায় যা ঐ হরমনের প্রভাবে হয়ে থাকে। যেমন-
বিশেষ মানুষের একটি ফোন কল এলে কি মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি দূর করে দিতে পারে। একজন মানুষটি যে কাজ করে মনে হয় সব ঠিক। বিশেষ একজন মানুষ থাকে যার সঙ্গে দেখা হওয়ার আকাশে বাতাসে ছড়িয়ে যায়। তাহলে সেটা প্রেম না হয়ে যায় কোথায়! এই আনন্দের কারণ অক্সিটোসিনের অন্য নাম ‘লাভ হরমোন’।
কেবলমাত্র ভালোবাসার প্রাকশ করে হরমনটি। সন্তান প্রসবের পর মা–বাবা ও সন্তানের বন্ধন তৈরিতে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে এই হরমোন। এ ছাড়া এই হরমোন চুমু আর আলিঙ্গন, অর্থাৎ শারীরিক সম্পর্কের সময়ও প্রভাব রাখে। আপনি একটা সম্পর্কে ভরসা করবেন কি করবেন না, তা অনেকটাই এই হরমোন নির্ধারণ করে দেয় ‘লাভ হরমোন’ অক্সিটোসিন।