গরমে আরাম পেতে পান করুন ছাতুর শরবত
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২২ রোববার
গরমে-আরাম-পেতে-পান-করুন-ছাতুর-শরবত
তরমুজ, আনারস ও আমের শরবত খেলে আরামও পাওয়া যায়। সেই তালিকায় রাখতে পারেন ছাতুর শরবত। গরমে এক গ্লাস ছাতুর শরবত আপনার ক্লান্তি নিমিষেই দূর করবে। এটি শরীরে পানিশূন্যতাও দূর করে। যা স্বাস্থ্যকরও বটে। চলুন তবে জেনে নেয়া যাক গরমে আরাম পেতে ছাতুর শরবত তৈরির রেসিপিটি-
উপকরণ: ছোলার ছাতু দুই চামচ, চিনি এক চামচ, লেবুর রস আধা চামচ, পানি দেড় কাপ, বরফ কুঁচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, বিট লবণ এক চিমটি, ধনিয়া পাতা পরিমাণ মতো, কাঁচা মরিচ পরিমাণ মতো।
প্রণালী: ছোলার ছাতু, চিনি, লেবুর রস, পানি, বরফ কুঁচি, লবণ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ সব উপকরণ একটি ব্লেন্ডারে ঢেলে নিন। ভালোভাবে ব্লেন্ড করুন। শেষে বিটলবণ মিশিয়ে আবারো ব্লেন্ড করুন। এরপর গ্লাসে ঢেলে পান করুন ছাতুর শরবত।