চোখের পাপড়ি ঘন করবে ‘ভল্যুমিলাইজিং এবং লেন্থননিং’
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার
চোখের-পাপড়ি-ঘন-করবে-ভল্যুমিলাইজিং-এবং-লেন্থননিং
যেভাবে ব্যবহার করবেন ‘ভল্যুমিলাইজিং এবং লেন্থননিং’ মাশকারা
১. পাপড়িকে বড় ও কোঁকড়ানো লুক আনতে ওপরে ও নিচে সমানভাবে মাশকারা মাখুন। মাখার সময় ব্রাশকে ওপর থেকে নিচে ঘুরান। এতে পাপড়ি ঘন লাগবে।
২. মাশকারা শুকিয়ে গেলে গরম পানির মধ্যে মাশকারার বোতলটি রাখুন। এতে ভেতরের সলিউশন তরল হয়ে যাবে। আবার ব্যবহার করতে পারবেন।
৩. সকালে হয়তো মাশকারা দিয়ে ঘর থেকে বের হয়েছেন, তবে আরেকবার ব্যবহার করতে চান, তাহলে কেবল আরেকটি লেয়ার লাগাবেন না। এতে পাপড়ি চেপে যাবে। এ ক্ষেত্রে লিকুইড মেকআপ রিমুভার দিয়ে আগের মাশকারা মুছে নিতে হবে। এরপর একটি ব্রাশ দিয়ে পাপড়ি ব্রাশ করে নেবেন। এবার পুনরায় মাশকারা ব্যবহার করুন। এতে পাপড়ি চেপে যাবে না।
দৈনিক প্রভাতী/আরএস