ছুটির দিনে গোসলে রাখুন রেমেডি
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার
ছুটির-দিনে-গোসলে-রাখুন-রেমেডি
সাপ্তাহিক ছুটির দিনে নিজেকে একটু নতুন ভাবে আবিষ্কারের চেষ্টা করাই যায়। এই দিন গোসলে তাড়াহুড়ো থাকে না। সময় নিয়ে গোসল করা যায়। ঘরে বানানো রেমেডি বিশ মিনিট মুখে লাগিয়ে রেখে গোসল সেরে নিন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। দূর হয়ে যাবে কালো দাগ। রেমেডি বানানোর কৌশল-
রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদান: মসুর ডাল দুই চামচ, আধা চামচ হলুদের গুড়া, এক চামচ অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন-ই ক্যাপসুল।
তৈরি ও ব্যবহার করার নিয়ম: একটি বাটির মধ্যে সব উপাদান নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো খুব ভালো ভাবে মিশে গেলে ব্রাশের সাহায্য মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর ২০মিনিট অপেক্ষা করতে হবে। ২০ মিনিট পর ফেসপ্যাক ত্বকে শুকিয়ে এলে পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
এই রেমেড়িটি ব্যবহার করার পর দেখবেন ত্বক নরম, কোমল আর উজ্জ্বল হয়ে গেছে।
দৈনিক প্রভাতী/আরএস