নিজেকে প্রশ্ন করুন- আমি কি মনের মানুষকে পেয়েছি?
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
নিজেকে-প্রশ্ন-করুন--আমি-কি-মনের-মানুষকে-পেয়েছি
জানেন তো? পরস্পরের দুর্বলতাগুলো বিনিময় না করলে কখনো শারীরিক-মানসিক-আত্মিক ঘনিষ্ঠতা তৈরি হয় না। বিশেষজ্ঞরা বলেন, আধুনিক মানুষ এ ভাবনা নিয়ে হয়রান হয়। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে যে, এত মানুষকে আমি চিনি যে, কীভাবে জানবো, আমি যাকে খুঁজছি তাকে পেয়েছি কি-না।
সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, এটা আসলে জানা অসম্ভব। আমাদের মনে রাখতে হবে যে, স্বপ্নের সেই ‘এক এবং অদ্বিতীয়’ বলে কেউ নেই। আছে একজনই- যাকে আপনি বেছে নিয়েছেন সম্পর্ক গড়ে তোলার জন্য। তার সঙ্গে কেমন সম্পর্ক আপনি গড়ে তুলতে পারলেন- সেটাই আসল কথা। আপনি কি তার সঙ্গে মানিয়ে চলতে পারছেন? আপনি কি সম্পর্কটি রক্ষা এবং বিকাশের জন্য কাজ করছেন? নিজেকে এ প্রশ্ন করতে শিখুন।
ঘনিষ্ঠতার কমতি আছে মনে করলে, নিজের মনে কথা খুলে বলুন। আপনি যদি আপনার দুর্বলতা, ভয়, দুশ্চিন্তাগুলো অপরজনকে জানতে দেন, তার সহায়তা চান- তাহলে অন্যজনও তাই করবে। দুর্বলতাগুলো বিনিময় না করলে কখনো শারীরিক-মানসিক-আত্মিক ঘনিষ্ঠতা তৈরি হয় না।
জীবন সব সময়ই আনন্দের নয়, কঠিন মুহূর্ত সবারই আসে। সুতরাং যখন আনন্দের সুযোগ আসে, তখন তা উদযাপন করুন। এটাই গুরুত্বপূর্ণ।