ফের বিদেশিদের দ্বারে দ্বারে বিএনপি
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
ফের-বিদেশিদের-দ্বারে-দ্বারে-বিএনপি
প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে ক্ষমতায় যেতে অতীতেও বহুবার বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে বিএনপি। সবশেষ বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে গোপন বৈঠক করেছেন বিএনপি মহাসচিবসহ আন্তর্জাতিক কমিটির সদস্যরা।
মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও তার কাছে তুলে ধরা হয়। এছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও বিদেশিদের কান ভারি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে দলের একাধিক সিনিয়র ও সংস্কারপন্থী নেতা বলেন, এর আগেও বহুবার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে। বিএনপি। কিন্তু কোনো লাভই হয়নি। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এই ধারা থেকে তারা বর্তমানেও বের হতে পারেনি।
বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির উচিত ক্ষমতায় যেতে বিদেশিদের ওপর নির্ভর না করে বরং জনগণের আস্থা অর্জন করা। পাশাপাশি দলের কার্যক্রমকে শক্তিশালী করা।
তিনি বলেন, বিদেশিরা কোনোদিনই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাতে পারবে না। সবার আগে দেশের মানুষের মন জয় করতে হবে বিএনপিকে। বিদেশিদের তাঁবেদারি করে কখনো রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না।