বাংলাদেশের অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ: আবদুস সোবহান
প্রকাশিত : ১০:০৫ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
বাংলাদেশের-অর্থনীতি-স্বয়ংসম্পূর্ণ-আবদুস-সোবহান
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপ বলেছেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ রয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুুরে নিজ বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আবদুস সোবহান বলেন, একটি শক্ত মজবুত অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমাদের দেশে ঋণের চেয়ে রিজার্ভ বেশি আছে। বাংলাদেশের অবস্থা কখনোই শ্রীলংকার মতো হবে না। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে, তারা শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় দেখতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
এ সময় মাদারীপুর-৩ আসনের বিভিন্ন স্থানের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।