অহেতুক সরকারের সমালোচনা করে বিএনপি: কামরুল
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
অহেতুক-সরকারের-সমালোচনা-করে-বিএনপি-কামরুল
মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা নাজুক। সে তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। বিএনপি সমালোচনার জন্য সমালোচনা করছে। জনগণকে বিভ্রান্ত করার জন্যই উসকে দিচ্ছে। কোনো অপশক্তি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করলে তাদের প্রতিহত করতে হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা বিএনপির অভ্যাস। তারা মিথ্যাচারে লিপ্ত। বিএনপি সঠিক দায়িত্ব পালন করে না। জনগণের প্রতি তাদের আস্থা নেই। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা ছাড়া বিকল্প নেই। নির্বাচনে শেখ হাসিনাকে আবারও বিজয়ের মুকুট পরানো হবে। সব রাজনৈতিক দলের মধ্যে দেশপ্রেম থাকবে–সেটাই প্রত্যাশা করি।
কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতারা ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন।