ফাঁকা মাঠে গোল দিতে প্রস্তুত বিএনপির সিনিয়র নেতারা
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাঁকা-মাঠে-গোল-দিতে-প্রস্তুত-বিএনপির-সিনিয়র-নেতারা
ফলে সংগঠনের নেতৃত্ব জিয়া পরিবারের সদস্যদের হাতে নেই, এটা বলা বাহুল্য। আর এমন সুযোগের ফাঁকা মাঠে গোল দিতে প্রস্তুত দলের কয়েকজন সিনিয়র নেতা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু, হাফিজ উদ্দিন আহমেদ, আমানুল্লাহ, আব্দুল আউয়াল মিন্টু, গয়েশ্বর চন্দ্র রায়সহ আরো কিছু নেতার তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা থাকলেও সংবাদপত্র বা টিভির সামনে হাজির হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুযোগ সন্ধানী নেতাদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। মাঠ বা রাজপথের নেতা হিসেবে তার তেমন কদর না থাকলেও বক্তৃতা ও বিবৃতি প্রদানের কারণে দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নাম নিলেই গণমাধ্যমের দেখা যায় তার চেহারা। সরকারের প্রতিটি সিদ্ধান্তের অহেতুক সমালোচনা আর বিরোধিতার জন্য প্রতিদিন নিয়ম করে তাকে রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির হতে হয়। খুব হতাশা ও হাহাকার মাখা চেহারা নিয়ে প্রতিদিনই ইনিয়ে-বিনিয়ে বক্তব্য দেন। আবার কখনো হাস্যকর মুখাবয়বে খালেদা ও তারেকের বন্দনায় মুখর হয়ে ওঠেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সুযোগ-সন্ধানী একজন নেতা। দলের ভালো-মন্দ বিচার না করে শুধু ফাঁকা বুলি আউড়িয়েই রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে সব সময় তিনি মশগুল থাকেন।