বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদ শেষে ম্যাট্রেস পরিষ্কার করুন ঘরোয়া উপায়ে

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার

ঈদ-শেষে-ম্যাট্রেস-পরিষ্কার-করুন-ঘরোয়া-উপায়ে

ঈদ-শেষে-ম্যাট্রেস-পরিষ্কার-করুন-ঘরোয়া-উপায়ে

ঈদ শেষ। কিন্তু আমেজ আছে। আর বিছানার ম্যাট্রেস বা গদিতে হয়তো লেগে আছে দাগ। অনেক সময় দেখা যায়, বিছানার গদির উপরে নানা দাগ লেগে থাকে।  চটজলদি সাবান দিয়ে পরিষ্কার করতে যাবেন না। ম্যাট্রেস পরিষ্কারের ঘরোয়া উপায় জেনে নিন।

যে সব উপকরণ প্রয়োজন – ভ্যাকিউম ক্লিনার, বাসন মাজার সাবান, সার্ফ, বেকিং সোডা।

বিছানার গদি যদি ছাদে নিয়ে রোদের দেওয়ার সুযোগ থাকে তাহলে রোদে দিন। আর যদি সুযোগ না থাকে তাহলে গদির উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। কয়েক ঘণ্টা এই অবস্থায় রেখা দিন। সারা রাত রেখে দিতে পারলে বেশি ভালো হয়। ঘরে জানলা থাকলে খুলে দিন। তা দিয়ে যেটুকু রোদ আসবে, তাতেই ক্ষতিকারক ব্যাক্টিরিয়ার দূর হবে।

তারপর ভাল করে ভ্যাকিউম ক্লিনার দিয়ে গদি পরিষ্কার করে দিন।