মানুষের দুঃখ-দুর্দশায় সুযোগ নিচ্ছে জামায়াত
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
মানুষের-দুখ-দুর্দশায়-সুযোগ-নিচ্ছে-জামায়াত
বন্যাকবলিত এলাকায় গিয়ে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সহায়তার নামে ভোটের প্রচার চালাচ্ছে জামায়াত নেতারা। যদিও তাদের দলের কোনো নিবন্ধন নেই। তাই অন্যান্য কোনো প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন তারা।
স্থানীয়রা বলছেন, বানভাসীদের বিপদের দিনে সহায়তার নামে যা করা হচ্ছে, এটা কোনো ভালো মানুষের পক্ষে করা সম্ভব নয়। দুর্যোগে থাকা অবস্থায় জামায়াত নেতারা যা বলছেন, তাই মেনে নিচ্ছেন বানভাসীরা। একবেলা খাবারের বিনিময়ে ভোট দেওয়ার ওয়াদা- এমন কাজকে অমানবিক হিসেবেই বিবেচনা করছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে একজন জামায়াত নেতা বলেন, এমনিতেই কোণঠাসা আমাদের দল। এ সময়ে শুধু শুধু সহায়তা করার কোনো মানে হয় না। তাই প্রতিশ্রুতি করিয়ে নেয়া হচ্ছে। যদি আমাদের কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দাঁড়ান, তবে ভোটটা যেন দেওয়া হয়- এই কথাটা আমরা বলিয়ে নিয়েছি। তবে সহায়তা অবশ্যই করেছি।
এদিকে জামায়াতের এ কার্যক্রম সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, জামায়াত পরগাছার মতো থাকতে চাচ্ছে না। তারা নিজস্ব ভোট ব্যাংক তৈরি করতে চায়। এ কারণে সাধারণ মানুষের কাছে যাচ্ছে তারা। একটা সময়ে জাতীয় সংসদে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকলেও এখন সেটা নেই। ফলে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই ভিন্ন পন্থা অবলম্বন করে জনগণের কাছে যাচ্ছে তারা।
তারা বলেন, পকেটের টাকা খরচ করে আবারো নিজেদের গোছাচ্ছে যুদ্ধাপরাধী এ দলটি। বিভিন্ন দেশের উগ্রপন্থীদের থেকে প্রাপ্ত টাকায় জনগণকে ধোঁকা দিয়ে ত্রাণ সহায়তা দিচ্ছে তারা। এতে মানুষের মঙ্গলের চেয়ে ক্ষতিটাই হবে বেশি।
সব মিলিয়ে দলের নেতাকর্মীদের কার্যক্রমে কঠোর নজরদারি করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কেননা এতে করে মানুষের মনে আবারো বিভ্রান্তি তৈরি হতে পারে।