কাশ্মীরি পোলাও রান্নার সহজ রেসিপি
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
কাশ্মীরি-পোলাও-রান্নার-সহজ-রেসিপি
উপকরণ
বাসমতি চাল ২৫০ গ্রাম, মৌসুমী রঙিন সবজি, পনির ১০০ গ্রাম, কাজুবাদাম ১০-১২টা, কিশমিশ ১ চামচ, পেস্তাবাদম কুচি সামান্য, চেরি ফল ৩-৪টি, জাফরান ১ চিমটি, দুধ ২ কাপ, ফ্রেশ ক্রিম আধকাপ, চিনি-লবণ স্বাদ মতো, ঘি পরিমাণ মতো, তেজপাতা ১টা, গোটা গরমমশলা প্রয়োজনমতো, তেল পরিমাণ মতো।
রান্নার পদ্ধতি
চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। সবজি ও পনির লবণ পানিতে ভাপিয়ে হালকা ভেজে নিন। কাজুবাদাম, কিশমিশ, সবজি হালকা ভেজে নিন। এবার প্যানে সাদাতেল ও ঘি গরম করুন। এরপর তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিয়ে দিন।
এরপর চাল দিয়ে দিন। নেড়েচেড়ে ২ কাপ পানি দিন। ফুটলে দুধের মিশ্রণ ও লবণ দিন। পানি শুকিয়ে এলে সব একে একে দিয়ে দিন। হালকা করে নেড়ে নিন, দেখবেন যাতে চাল ভেঙে না যায়। এ বার নামিয়ে উপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।
দৈনিক প্রভাতী/আরএস