সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৭ ১৪৩১   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

তৃণমূলের নেতাকর্মীদের জন্য নগর ভবন সবসময় খোলা: মেয়র তাপস

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

তৃণমূলের-নেতাকর্মীদের-জন্য-নগর-ভবন-সবসময়-খোলা-মেয়র-তাপস

তৃণমূলের-নেতাকর্মীদের-জন্য-নগর-ভবন-সবসময়-খোলা-মেয়র-তাপস

তৃণমূলের নেতাকর্মীদের জন্য নগর ভবনের দরজা সবসময় খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের নবগঠিত ইউনিট কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের সব তৃণমূলের নেতাকর্মীদের জন্য নগর ভবনের দরজা সবসময় খোলা থাকবে। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে কাউকে না পেলেও আপনাদের জন্য আমি সবসময় থাকবো। 

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তার মোবাইল নম্বর বলে দেন।

তিনি বলেন, ইউনিটের যত নেতাকর্মী, সভাপতি-সাধারণ সম্পাদক থাকবে ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস আপনাদের জন্য নিবেদিত থাকবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।