ঈদে প্রসাধন কেনার সময় লক্ষণীয় বিষয়গুলো
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ঈদে-প্রসাধন-কেনার-সময়-লক্ষণীয়-বিষয়গুলো
বাজারে সুনাম আছে বা যেসব দোকানের নামে কোনো ভেজাল পণ্যের তকমা নেই, এ রকম দোকান থেকে প্রসাধনী ক্রয় করা ভালো। কেনার সময় প্রসাধনীর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ দেখে কিনুন।
>>> প্রসাধনীর গায়ে লেখা উপাদানগুলো ভালো করে পড়ে নিতে ভুলবেন না, সেই উপাদানগুলো আপনার জন্য ক্ষতিকর হবে কিনা সেটা জেনে নিন। কোন কোন প্রসাধনীতে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে, সেটা যাচাই করে নেবেন।
>>> আপনার ত্বক যদি স্পর্শকাতর হয়, তবে স্পর্শকাতর ত্বকের জন্য উপযোগী প্রসাধনী বাছাই ও ব্যবহার করতে পারেন। চোখ যেহেতু খুব স্পর্শকাতর একটি অঙ্গ, সুতরাং চোখের প্রসাধনী বাছাই করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
>>> কোনো মেকআপ বা প্রসাধনী যদি আপনার ত্বকে বা চোখে সমস্যা সৃষ্টি করে বা অস্বস্তি বোধ করায় তবে তা পরিহার করুন এবং প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
দৈনিক প্রভাতী/আরএস