মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন মোড়কে আত্মপ্রকাশের অপেক্ষায় জামায়াত

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

নতুন-মোড়কে-আত্মপ্রকাশের-অপেক্ষায়-জামায়াত

নতুন-মোড়কে-আত্মপ্রকাশের-অপেক্ষায়-জামায়াত

নেতিবাচক ভাবমূর্তি আড়াল করতে নতুন নামে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী। এরই মধ্যে নানা আঙ্গিকে বিভিন্ন ধরনের প্রস্তাব গ্রহণ করেছেন দলটির সংশ্লিষ্টরা।

দলটির সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে কয়েক দফা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম সংস্কারের আলোচনা হয়েছে। সম্প্রতি জামায়াতে ইসলামীকে নতুন ধাঁচে আনার প্রস্তাব করে তা গ্রহণ করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা। তবে কর্মকৌশল প্রকাশ করা হচ্ছে না।

সূত্র আরো জানায়, দলের বর্তমান অবস্থা ও কাঠামো ঠিক রেখে নতুন নামে নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পুরো দায়িত্ব জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে দেওয়া হয়েছে। নতুন সংগঠনের নাম, কাঠামো, ধরন নিয়ে এ কমিটি কাজও শুরু করেছে। দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প হিসেবে নতুন প্রতীক হতে পারে আম, আপেল, জামরুল। আগামী দ্বাদশ নির্বাচনের ভোটের নানা হিসাব করেই এ তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামী নতুন নামে মাঠে আসলেও তাদের বোতলে পুরনো বিষই থাকবে। যার ফলে দেশে আবার সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে পারে। তাই নতুন মোড়কে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।