বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রেডিট কার্ড যেন সঞ্চয়ে বাধা না হয়

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ক্রেডিট-কার্ড-যেন-সঞ্চয়ে-বাধা-না-হয়

ক্রেডিট-কার্ড-যেন-সঞ্চয়ে-বাধা-না-হয়

ক্রেডিট কার্ড হাতে থাকার অর্থ যদি হয় প্রয়োজন না থাকলেও টাকা খরচ করা, তাহলে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব না। আর্থিক স্বাধীনতা অর্জন করতে চাইলে টাকা দেওয়ার পাশাপাশি বিনিয়োগ করা অব্যাহত  রাখতে হবে। 

টাকা জমানোর মধ্যে আনন্দ খুঁজে নিন। টাকা জমানোর মনোভাব গড়ে তোলার জন্য নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখা বা এমন কিছু স্বপ্ন দেখা যা মন থেকে টাকা জমানোর নেশা হয়ে যাবে।একদিক দিয়ে ঋণ পরিশোধ করবেন এবং অন্য দিক দিয়ে টাকা জমাবেন এটা সহজ হবে না। যদি বর্তমানে ঋণগ্রস্ত থাকেন তাহলে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করুন এবং পরবর্তীতে টাকা জমাতে মনোনিবেশ করুন। 

প্রতিমাসে আপনি কত টাকা ব্যয় করেন তা জানতে হবে। আপনার থাকা খাওয়া ও অন্যান্য খরচ কত হয় তা জানতে হবে। এই খরচ গুলোর খাতগুলো যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে পরবর্তীতে কথায় কথায় খরচ কমানো যায় তা আপনি সহজে বুঝতে পারবেন। জরুরি প্রয়োজনের টাকা সব সময় আলাদা রাখতে পারলে টাকা জমানোর পদ্ধতি আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। যে জিনিস আপনি অনেকদিন ধরে ব্যবহার করবেন তা কেনার আগে এর কোয়ালিটি যাচাই করে নিন। কোয়ালিটি সম্পন্ন জিনিসের কিছু টাকা বেশি লাগলেও কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।

জরুরি টিপস
অনলাইন শপিং এই নেশাকে দিন দিন বাড়িয়ে তুলছে। সঞ্চয় করতে হলে প্রথমেই এই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে। মোবাইল ফোন থেকে সমস্ত শপিং অ্যাপ ডিলিট করে দিন। প্রয়োজন না পরলে, শপিং থেকে নিজেকে দূরেই রাখুন।

যে দূরত্ব হেঁটেই যাওয়া যায়, সেখানে হেঁটেই যান। অযথা অটো, রিক্সা নেয়ার প্রয়োজন নেই। এতে সঞ্চয় হবে এবং স্বাস্থ্যও ভাল থাকবে।

ইদানিং দেখা যাচ্ছে, ঘরের খাবার খেতে অনেকেই পছন্দ করছেন না। তার পরিবর্তে ফুড অ্য়াপে অর্ডার বা রেস্তরাঁয় গিয়ে লাঞ্চ বা ডিনার সেরে ফেলছেন। এই ধরনের অভ্যাস দ্রুত ত্যাগ না করলে, কখনই সঞ্চয় করা সম্ভব হবে না।  নিজের হাতে নতুন ধরনের রান্না করলে দেখবেন মনও ভাল থাকবে।

সিগারেট বা অন্য কোনো নেশা থাকলে, খরচার কথা মাথায় রেখে কমাতে শুরু করুন। হিসেব করে দেখুন দিনে কত টাকার সিগারেট খাচ্ছেন। সেই অনুযায়ী, মাসের হিসেব করলেই, আপনার খরচার অঙ্ক একেবারে পরিষ্কার হবে।



দৈনিক প্রভাতী/আরএস