মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোহাম্মদ নাসিম সফলতার সঙ্গে শেখ হাসিনার দেওয়া দায়িত্ব পালন করেছেন: আব্দুর রহমান

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার

মোহাম্মদ-নাসিম-সফলতার-সঙ্গে-শেখ-হাসিনার-দেওয়া-দায়িত্ব-পালন-করেছেন-আব্দুর-রহমান

মোহাম্মদ-নাসিম-সফলতার-সঙ্গে-শেখ-হাসিনার-দেওয়া-দায়িত্ব-পালন-করেছেন-আব্দুর-রহমান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, মোহাম্মদ নাসিম পদের নয়- জনগণের নেতা ছিলেন। তিনি যখন যে দায়িত্ব পেয়েছেন সেখানেই সফলতা দেখিয়েছেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন মিলনায়তনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমাদের অস্তিত্বে ও মননে মরহুম মোহাম্মদ নাসিম’ শীর্ষক স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সিরাজগঞ্জ পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা।

আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য মোহাম্মদ নাসিম যখন যে দায়িত্ব পেয়েছেন সেখানেই সফলতা দেখিয়েছেন। তিনি আজীবন আমাদের মাঝে জীবিত থাকবেন।

তিনি আরো বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দল ও মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি যেমন সফল রাজনীতিবিদ ছিলেন, তেমনি আপাদমস্তক একজন মানবিক গুণসম্পন্ন মানুষ ছিলেন। তার অভাব প্রজন্ম থেকে প্রজন্ম অনুভব হবে। মন্ত্রী থাকাকালীন হাজারো নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে আসতেন। তিনি সবার সমস্যা সমাধানের চেষ্টা করতেন।

আব্দুর রহমান বলেন, পদ পেলেই কেউ নেতা হয় না। জনগণ ও নেতাকর্মীদের ভালোবাসায় একজন মানুষ নেতা হয়। মোহাম্মদ নাসিম সবার ভালোবাসার নেতা ছিলেন। তার সুযোগ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় বাবার হয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।