ঘরের গাছ পোকামাকড়ের আস্তানা নয় তো!
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার
ঘরের-গাছ-পোকামাকড়ের-আস্তানা-নয়-তো
ঘরে রাখা গাছে পোকামাকড় বাসা বাঁধতে পারে। ঘর যদি শীতাতপ নিয়ন্ত্রিত হয়, তবে ঘরে পানির গাছ (ড্রেসিনা, মানিপ্ল্যান্ট), পাম ছাড়া অন্য কোনো গাছ না রাখাই ভালো।
এতে ঘর এবং গাছ উভয়ের জন্য ক্ষতি। ঘরের গাছগুলোকে ভালো রাখার জন্য সপ্তাহে অন্তত এক দিন রোদে দিন। তবে কড়া রোদে রাখবেন না। গাছে পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন, গোড়ায় যেন একসঙ্গে বেশি পানি না জমে। বিশেষ করে ইনডোর প্লান্টসের মাটি শুকিয়ে এলে তবেই গাছে পানি দিতে হবে।
যেহেতু এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে, তাই গাছে কখনোই পানি জমতে দেবেন না। পোকামাকড়ের উপদ্রব দূর করার জন্য ইনডোর প্ল্যান্টসে মাসে একবার কীটনাশক স্প্রে করুন। গাছে ধুলা জমলে তুলি বা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
দৈনিক প্রভাতী/আরএস