৪০ পেরোলেই পুরুষদের মেনে চলতে হবে যেসব নিয়ম
প্রকাশিত : ১০:৩৮ এএম, ৬ জুলাই ২০২২ বুধবার
৪০-পেরোলেই-পুরুষদের-মেনে-চলতে-হবে-যেসব-নিয়ম
সে সব সমস্যা এড়াতে ৪০-এর পর থেকে নিজেকে একটি নিয়মে বাঁধা গুরুত্বপূর্ণ। শরীরচর্চার পাশাপাশি, খাদ্যাভ্যাসেও বদল আনা দরকার। একটি বয়সের পর পুরুষ ও নারীদের স্বাস্থ্যের যত্ন নেয়ার পদ্ধতি কিছুটা হলেও বদলে যায়।
চলুন জেনে নেয়া যাক ৪০ পেরিয়ে গেলে নিজেদের সুস্থ রাখতে কী ধরনের খাওয়াদাওয়া করবেন পুরুষরা-
>> ফাইবার সমৃদ্ধ খাবার ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এছাড়া, পরিপাকক্রিয়া উন্নত করতেও ফাইবার দারুণ কার্যকর। মুসুর ডাল, শাক, বাদাম, ড্রাই ফ্রুটস, মটরশুঁটি, ওটসের মতো ফাইবার সমৃদ্ধ খাবার ৪০ পেরোনোর পর প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা জরুরি।
>> উচ্চ রক্তচাপের ঝুঁকি এড়াতে কম সোডিয়াম যুক্ত খাবার বেশি করে খান। কলা, পালংশাক ছাড়াও বেশ কিছু সবজি ও ফলে সোডিয়ামের পরিমাণ কম। এই ধরনের খাবার শরীরে পটাশিয়ামের পরিমাণ বাড়াতে সাহায্য করে।
>> ৪০ পেরোলে স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলা প্রয়োজন। রেড মিট, দুগ্ধজাত পণ্যে এই ধরনের ফ্যাটের পরিমাণ অনেক বেশি। ফলে সুস্থ থাকতে এই খাবারগুলো থেকে দূরে থাকাই ভালো।