বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেলনা দিয়ে ঘরে আনুন আভিজাত্যের লুক

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

ফেলনা-দিয়ে-ঘরে-আনুন-আভিজাত্যের-লুক

ফেলনা-দিয়ে-ঘরে-আনুন-আভিজাত্যের-লুক

পুরোনো সব সামগ্রীর অ্যান্টিক মূল্য থাকে। পুরোনো পালঙ্ক, ট্রাংক, গ্রামোফোন, কারুকাজ করা বসার তেপায়া এগুলো ধুয়ে মুছে সুন্দর করে তোলা যায়। অ্যান্টিক কোনো কিছুর রং করতে গেলে আগের রং ঠিক রাখাই ভালো। এতে অত্যন্ত অভিজাত একটি রূপ পাওয়া যায়। আগে বিয়েবাড়িতে উপহার হিসেবে পিতলের পানপাত্র, সুরাই, ফুলদানি ইত্যাদি দেয়ার প্রচলন ছিল। আপনার ঘরে এসবের কোনো কিছু থাকলে এই ঈদে ঘরটা সাজিয়ে তুলতে পারেন পুরোনোকে স্থান দিয়ে।

যারা শুধু মাত্র দেয়ালের লুক পাল্টে ঘরের নতুনত্বের ছোঁয়া দিতে চাইছেন তাদের জন্য পরামর্শ, পুরোনো স্মৃতিবিজড়িত বেনারসি বা জামদানি শাড়িটির জমিনের সুতো ফেঁসে যাওয়া শাড়িটি কাজে লাগাতে পারেন। এই শাড়ির জমকালো নয়নাভিরাম আঁচলটি কেটে নিয়ে বাঁধাই করে নিলে একেবারে নজরকাড়া ও ব্যতিক্রমী ওয়ালপিস হিসেবে তা ব্যবহার করা যায়।

যা কিছু পুরোনো তা কিছু বহন করে থাকে দারুণ দারুণ সব স্মৃতি। হয়তো সেই স্মৃতি মুহূর্তেই আপনাকে দিতে পারবে বেঁচে থাকার অসাধারণ অনুভূতি।  আর জীবনকে ভালোবাসবার উপলক্ষ পেয়ে যাবেন।



দৈনিক প্রভাতী/আরএস