আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো: ওবায়দুল কাদের
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
আওয়ামী-লীগের-ইতিহাস-হচ্ছে-বিপদে-মানুষের-পাশে-দাঁড়ানো-ওবায়দুল-কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে যেকোনো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। দেশের যেকোনো দুর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যায় আওয়ামী লীগ।
মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বন্যাকবলিত ১০টি জেলার অসহায় ও দুস্থদের শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও উপকমিটি অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাসই হচ্ছে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। দেশের যেকোনো দুর্যোগে সবার আগে মানুষ পাশে দাঁড়াতে ছুটে যায় আওয়ামী লীগ।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ঘরে বসে লিপ সার্ভিস দেয় তাদের ত্রাণ কার্যক্রম হলো এক ধরনের ত্রাণ বিলাস। তারা ভাষণ দিয়ে বক্তব্য শিপ্লের বিকাশ ঘটায়।
বিএনপির মধ্যে কোনো ভদ্রতা নেই। তাদের ভাষা হলো রাস্তার ভাষা। তারা রাস্তায় ভাষায় কথা বলে, আর রাজনীতির ভাষায় কথা বলে আওয়ামী লীগ।
কারোনা বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা বাড়ছে। ঈদের পরে আরো বাড়তে পারে। তাই সবাইকে সর্তক থাকতে হবে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশে পরতে পারে। সারাবিশ্বে এই যুদ্ধের প্রভাব পড়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেংসহ অনেকেই।