দ্বাদশ নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার
দ্বাদশ-নির্বাচন-নিয়ে-দ্বিধাবিভক্ত-বিএনপি
এমনকি কীভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সে সম্পর্কেও তারা কোনো মন্তব্য করেননি। বিএনপির পক্ষ থেকে এটিও বলা হয়নি যে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে।
এমন একটি বাস্তবতায় বিএনপির নেতারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, কী করবে না- এ নিয়ে বিএনপির শীর্ষ নেতারা দ্বিধাগ্রস্ত। এছাড়া বিএনপির অনেকেই এ নিয়ে দ্বিধাবিভক্ত। বিএনপির অনেক নেতাই মনে করেন যে, অহেতুক আন্দোলন করে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা যাবে না।
বিএনপির কোনো কোনো নেতার মত, সরকারের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে নির্বাচনে গিয়ে বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থানে যাওয়াই বিএনপির জন্য লাভবান হবে।
তারা বলেন, এখন দল যে অবস্থায় আছে তাতে আন্দোলনও হবে না এবং এ নিয়ে নির্বাচনেও জয়লাভ করা যাবে না। বরং আন্দোলন করলে বিএনপির অবস্থা আরো ক্ষতিগ্রস্ত হবে বলেই তারা মনে করেন।