বর্ষায় কাপড়ের দুর্গন্ধ দূর হবে যেসব কৌশলে
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার
বর্ষায়-কাপড়ের-দুর্গন্ধ-দূর-হবে-যেসব-কৌশলে
তবে কিছু কৌশল অবলম্বন করে আপনি বর্ষায়ও জামাকাপড়কে একেবারে সতেজ এবং সংক্রমণ মুক্ত করতে পারেন। দেখে নিন বর্ষাকালে পোশাকের যত্ন যেভাবে নেবেন-
কাপড় এক জায়গায় রাখবেন না
বর্ষায় কখনো একসঙ্গে কাপড় রাখবেন না। এতে কাপড়ে দুর্গন্ধ হয়। বর্ষায় সব সময় ভেজা কাপড় আলাদা করে বিছিয়ে দিন। এতে গন্ধ যেমন দূরে থাকবে, তেমনি কাপড়ের আর্দ্রতাও দূর হবে তাড়াতাড়ি।
বেকিং সোডা এবং ভিনেগার
যদি বৃষ্টিতে ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় ধোয়ার পরও এর গন্ধ না যায়, তাহলে আপনি একটি প্রতিকার অবলম্বন করতে পারেন। এর জন্য কাপড় ধোয়ার সময় লন্ড্রি পাউডারের সঙ্গে পানিতে সামান্য ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে নিন। এতে বৃষ্টিতে ভেজা গন্ধ চলে যাবে।
লেবুর রস
লেবুর রস দিয়েও গন্ধ দূর হয়, বর্ষাকালে জামাকাপড় ঠিকমতো শুকায় না, যার কারণে তাতে আর্দ্রতা অটুট থাকে। আর এই কারণেই কাপড়ে দুর্গন্ধ শুরু হয়। এই গন্ধ দূর করতে কাপড় ধোয়ার সময় পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। এতে গন্ধ দূর হবে।