সাইকোলজি: মুখ দেখেই বুঝে নিন মনের অবস্থা
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৩ জুলাই ২০২২ রোববার
সাইকোলজি-মুখ-দেখেই-বুঝে-নিন-মনের-অবস্থা
ভালোবাসার প্রকাশ
ভালোবাসা বুঝতে পারবেন যদি দেখেন মুখে পরিতৃপ্তি স্পষ্ট হয়ে উঠেছে। শুধু তাই না ঠোঁটের দুই প্রান্ত শক্ত হয়ে ওপরের দিকে উঠে যায়। এ সময় নিচের ঠোঁট শক্ত হয়ে আসে আর মাথা অল্প ঝুঁকে পড়ে।
আনন্দের প্রকাশ
ঠোঁটে লেগে থাকবে হালকা হাসির রেখা। এমন হাসির সময় মুখের এই অংশে প্রধান জাইগোম্যাটিক পেশি ঠোঁটের দুই প্রান্তে টান ধরিয়ে ওপর দিকে ঠেলে তুলে আনে। আর চোখের পাশের পেশি শক্ত হয়ে যাওয়ায় চামড়া একেবারে কুঁচকে যায়। চোখের নিচের পাতা ফুলে ওঠে।
লজ্জার প্রকাশ
লজ্জা পেলে সরাসরি সে আপনার দিকে তাকাতে পারবে না। দৃষ্টি হবে নিম্নগামী। নিচের ঠোঁট চেপে বসে আর উপরের ঠোঁটও অনড় হয়ে যায়।
ক্ষোভের প্রকাশ
মনে ক্ষোভের জন্ম হলে ভ্রু যুগল তুলনামূলকভাবে গর্তে ঢুকে যায়। এ সময় পেশি শক্ত হয়ে গিয়ে চোখের নিচের পাতা এবং নাকের উপরিভাগ কুঁচকে যায়।
ভয়ের প্রকাশ
ভ্রূ-র পেশি সঙ্কোচনের ফলে এর দৈর্ঘ্য দৃশ্যত হ্রাস পায়। চোখের উপরের পাতা খুলে যায়, নীচের পাতা কুঁকড়ে যায়। বিস্ফারিত হয় ঠোঁটের দুই প্রান্ত।
বিস্ময় প্রকাশ
মনের বিস্ময়ের সৃষ্টি হলে মানুষের ভ্রূ যুগল ধনুকের মতো বেঁকে যায়। ঠোঁট দুটির মধ্যে ক্রমে দূরত্ব বাড়তে শুরু করে।
বিনয়ের প্রকাশ
হাসিতে খানিক কৃত্রিমতা লক্ষ্য করা যায়। তবে চোখের আশেপাশে কোনো পরিবর্তন হয় না। ঠোঁটের প্রান্ত দুই পেশি সঙ্কোচনের ফলে উপর দিকে উঠবার চেষ্টা করে।
আরএস