বৃষ্টির দিনে বারন্দার গাছের যত্ন নেবেন যেভাবে
প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৯ জুন ২০২২ বুধবার
বৃষ্টির-দিনে-বারন্দার-গাছের-যত্ন-নেবেন-যেভাবে
>>> বর্ষার পানিতে গাছের মাটির উপরের স্তর ধুয়ে যায়। সঙ্গে গাছের গোড়ায় দেওয়া সারও ধুয়ে সাফ হয়ে যায়। ফলে গাছ পানি পেলেও পুষ্টি পায় না। তাই গাছের কাণ্ড থেকে প্লাস্টিক বেঁধে টবের মাটি ঢেকে রাখতে পারেন। এতে বৃষ্টির পানি চুঁয়ে মাটিকে পুষ্ট করবে।
>>> বর্ষায় আগাছা জন্মানোর প্রবণতা থাকে অনেক বেশি। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। আগাছা পরিষ্কার না করলে গাছের বৃদ্ধি হবে না।
>>> বর্ষাকালে গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হয়ে যায়। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে। তার টবের নিচে গর্ত করে রাখতে ভুলবেন না। দু’তিন দিন পরপর দেখে নিতে হবে গর্তের মুখ বুজে গিয়েছে কি না।
>>> আগাছা কাটার পাশাপাশি কীটপতঙ্গ থেকেও রেহাই দিতে হবে গাছকে। গাছের বৃদ্ধির জন্য অনেক সময়েই তারা অন্তরায় হয়ে দাঁড়ায়। এই মরসুমে নিয়মিত প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করতে হবে। নিমের তেল, লবণ পানি ইত্যদি ব্যবহার করতে পারেন।