পদ্মাসেতু উদ্বোধনে মূর্ছা গেছে বিএনপি
প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৬ জুন ২০২২ রোববার
পদ্মাসেতু-উদ্বোধনে-মূর্ছা-গেছে-বিএনপি
নানা জল্পনা-কল্পনা ও গুজবকে উড়িয়ে দিয়ে দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতু গতকাল (শনিবার, ২৫ জুন) উদ্বোধন করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশ পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান পালন করা হয়।
তবে দেশের এ আনন্দঘন মুহূর্তে মন ভালো নেই বিএনপি নেতাকর্মীদের। তারা এ সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে যেন শোকে মূর্ছা গেছেন। দলের নেতাকর্মীদের আচরণে এমনটাই মনে হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডের নির্দেশে ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনের দিনটিকে শোক পালনের জন্য নির্ধারণ করে বিএনপি। তবে এই শোক পালনে ঘি ঢেলে দেন দলের তৃণমূলের কিছু নেতাকর্মী। হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তারা পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে যান এবং সেখান থেকে ফেসবুকে কিছু ছবিও আপলোড করেন।
এদের মধ্যে তিনজন ছবির ক্যাপশনে লিখেছেন- ‘স্বপ্নের পদ্মাসেতু’। আর বিষয়টি নজরে আসতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, বিষয়টি জানার পর ফখরুলসহ সিনিয়র কোনো নেতাই বাসা থেকে বের হচ্ছেন না। পদ্মাসেতু উদ্বোধনের দিনই করোনায় আক্রান্ত হওয়ার নাটক সাজান মির্জা ফখরুল। মিডিয়ার সামনে না আসার অজুহাতের জন্যেই তিনি এ নাটক মঞ্চস্ত করেছেন বলে আরেকটি সূত্র নিশ্চিত করেছে।
দেশের বিজ্ঞজনরা বলছেন, পদ্মাসেতু উদ্বোধন হওয়ায় সমগ্র বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বসিত। রয়েছে যানবাহন চালকদের মধ্যেও উচ্ছ্বাস, কারণ তাদের দীর্ঘ দিনের কষ্ট লাঘব হয়েছে। পদ্মা পাড়ি দেওয়ার জন্য তাদের আর ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সারাদেশের মানুষের এই আনন্দ-উচ্ছ্বাসেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মনে আনন্দ নেই। তাদের আজ মন খারাপ। এতদিন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা আবোল-তাবোল বকেছেন। এখন তাদের জবানই বন্ধ হয়ে গেছে। তারা যেন শোকে মূর্ছা গেছেন।
পদ্মাসেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, পদ্মাসেতু নির্মাণ ষড়যন্ত্রকারীদের জন্য সমুচিত জবাব। আর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও হয়তো এতদিনে বুঝতে পেরেছেন, হাজার ষড়যন্ত্র করেও দেশের উন্নয়নকে থামিয়ে রাখা সম্ভব নয়।